কাহিনী চারজন জাদুকরকে নিয়ে। তারা
কেউই হোমরা চোমরা না,
স্ট্রিট ম্যাজিশিয়ান বলা যায়।
ইলিউশনিস্ট জে. ড্যানিয়েল অ্যাটলাস
(জেসি আইযেনবার্গ), এস্কেপিস্ট হেনলি রিভস (আইলা
ফিশার), মেন্টালিস্ট মেরিট ম্যাককিনি (উডি
হ্যারেলসন) আর হাতসাফাইকর জ্যাক
ওয়াইল্ডার (ডেভ ফ্র্যাঙ্কো)-কে
ঘিরে কাহিনী মুভির।
'দ্য আই' বলে এক
কাল্টের ডাকে তারা 'দ্য
ফোর হর্সমেন' বলে একটা ম্যাজিক
পারফর্মারের দল হয়ে ওঠে। স্পন্সর
ইনস্যুরেন্স টাইকুন আর্থার ট্রেসলার
(মাইকেল কেইন)-এর সাহায্যে
তারা হয়ে ওঠে বিখ্যাত। সিনেমায়
দেখা যায় লাস ভেগাসে
এক জাদু প্রদর্শনীতে জাদুকর
মায়া সৃষ্টির মাধ্যমে এক ফ্রেঞ্চ ব্যাংকের
বিপুল পরিমাণ ইউরো সরাবে
বলে ঘোষণা দেয়।
কথামত তারা বিপুল পরিমাণ
মিলিয়ন ইউরো 'ম্যাজিক' করে
সরিয়ে ফেলে এবং দর্শকদের
মাথার উপর ছড়িয়ে দেয়। কিন্তু
এখানেই ঘটনার শেষ নয়। কিছুদিনের
মধ্যেই জানা যায় যে
সত্যিই ব্যাংকের ভোল্ট থেকে টাকা
সরানো হয়েছে। কিন্তু
কিভাবে তা সম্ভব হল
কেউ তা বুঝতে পারে
না। এফবিআই
এজেন্ট ডিলান রোডস (মার্ক
রাফালো) ও ইন্টারপোল এজেন্ট
আলমা ড্রে (মেলানি লরেন্ট)শুরু করে তদন্ত। দুজনের
আন্তরিক প্রচেষ্টা সত্বেও এই রহস্যের
কোন কূল-কিনারা পাওয়া
যায় না। তাদের
পিছে আরো লেগেছেন এক
প্রাক্তন জাদুকর থ্যাডিয়াস ব্র্যাডলি
(মর্গ্যান ফ্রিম্যান)। কিন্তু
কিছুতেই তাদের আটকানো যাচ্ছে
না। প্রায়
শেষ পর্যন্ত দুর্দান্ত এই ছবিটা পুরাটাই
ভালো লেগেছে।দুর্দান্ত
কাহিনী, অসাধারণ স্টার কাস্ট আর
কনসেপ্ট- সব মিলিয়ে এই
ক্রাইম থ্রিলার ছবিটাকে ম্যাজিক্যালই বলা যায়।
আমার রিভিউ বেশ পযিটিভ। দেখতে
পারেন ছবিটা, শেষ পর্যন্ত
হয়তো খারাপ লাগবে না।
(রেটিং - IMDb:
7.3/10, Rotten Tomatoes: 49%, Metacritic: 50%)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন